Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাস্থ্য কর্মসূচী

 

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবা সমূহ:

 

(ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামুল্যে)

* গর্ভবতি সেবা

* গর্ভত্তোর সেবা

* এম,আর সেবা

* সাধারন রোগির সেবা

* ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা

* প্রজননতন্ত্রের অথবা যৌনবাহিত রোগীদের সেবা

* ইপিআই সেবা

* ভিটামিন এ ক্যাপসুল বিতরণ

* ইসিপি

(খ) পরিবার পরিকল্পনা সেবা (বিনামুল্যে প্রদান)

* পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান

* খাবার বড়ি

* জন্ম নিরোধক ইনজেকশন

* আই ইউ ডি / কপারটি

(গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান

* কনডম-১ ডজন ১ টাকা ২ পয়সা।

(ঘ)পরিবার পরিকল্পনা কার্যক্রমের সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে

* আই ইউ ডি/ কপারটির ক্ষেত্রে ৫০/ টাকা।

* নরপ্লান্ট বা ইমপ্লান্ট এর ক্ষেত্রে মোট ১৭৫/ (৭৫+৫০+৫০)

* স্থায়ী পদ্ধতি (পুরুষ) এর ক্ষেত্রে ২০০০ টাকা ও একটি লুঙ্গি।

* স্থায়ী পদ্ধতি (মহিলা) এর ক্ষেত্রে ২০০০ টাকা ও একটি শাড়ী।

(ঙ) অন্যান্য সেবা (বিনামুল্যে প্রদত্ত)

* সাধারন রোগির সেবা

* বয়ঃসন্ধি কালিন সেবা

* স্বাস্থ্য শিক্ষামুলক সেবা।

(চ) প্রয়োজনে যে কোন রোগিকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ অথবা রেফার প্রদান

 

 

পরিবার পরিকল্পনা কেন্দ্রের সেবা সমূহ

 

* প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা

* বিনা মূল্যে রোগী দেখা ও ঔষধ বিতরন

* স্বাস্থ্য সচেতনতা সৃস্টিতে স্বাস্থ্য শিক্ষা

* টিকা কার্যক্রম পরিচালনা

* জরুরৰী রোগীকে রেফার করা ইত্যাদি।